আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তিন বিদেশি খেলোয়াড় গেছেন কলম্বো

সতীর্থরা যখন কলম্বোতে, তখন তারা তিন ফুটবলার ঢাকায় কিছু সময় কাটিয়েছেন উদ্বেগের মধ্যে। করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কার ভিসা না পাওয়ায় মালদ্বীপের টিসি স্পোর্টসের তিন বিদেশি খেলোয়াড়কে ঢাকায় থেকে যেতে হয়েছিল। আশার কথা হলো, শনিবার দুপুরে তারা তিনজন কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

এএফসি কাপে বুধবার মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দরে গেলেও মালদ্বীপের দলটির সবাই বিমানে চাপতে পারেননি। দলের তিন বিদেশি খেলোয়াড় ঢাকায় আটকা পড়েছিলেন। এদের দুজন মিসরীয় ও একজন পাকিস্তানি। বসুন্ধরা কিংসের ম্যানেজার আহমেদ শায়েক আজ বলেছেন, ‘তিন বিদেশি খেলোয়াড় শনিবার দুপুরে ঢাকা ছেড়েছেন। তারা সবাই কলম্বোতে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ