সতীর্থরা যখন কলম্বোতে, তখন তারা তিন ফুটবলার ঢাকায় কিছু সময় কাটিয়েছেন উদ্বেগের মধ্যে। করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কার ভিসা না পাওয়ায় মালদ্বীপের টিসি স্পোর্টসের তিন বিদেশি খেলোয়াড়কে ঢাকায় থেকে যেতে হয়েছিল। আশার কথা হলো, শনিবার দুপুরে তারা তিনজন কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
এএফসি কাপে বুধবার মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দরে গেলেও মালদ্বীপের দলটির সবাই বিমানে চাপতে পারেননি। দলের তিন বিদেশি খেলোয়াড় ঢাকায় আটকা পড়েছিলেন। এদের দুজন মিসরীয় ও একজন পাকিস্তানি। বসুন্ধরা কিংসের ম্যানেজার আহমেদ শায়েক আজ বলেছেন, ‘তিন বিদেশি খেলোয়াড় শনিবার দুপুরে ঢাকা ছেড়েছেন। তারা সবাই কলম্বোতে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.