আজ : শনিবার ║ ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

৩৮ নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় শফিউল আলমের ব্যাপক গণসংযোগ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলম শুক্রবার সকালে (৩০ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে শফিউল আলম হিন্দুপাড়া এলাকার বিভিন্ন গলি, পাড়া ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার নাগরিক সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বৈষম্যহীন চট্টগ্রাম গড়তে জনগণের সমর্থন নিয়ে কাজ করতে চাই।” তিনি ১২ ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য সকলকে উদাত্ত্ব আহ্বান জানান।

এলাকাবাসী গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নাগরিক সেবা সংকট ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। তারা ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগকালে শফিউল আলমের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও অত্র ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হোসাইন, স্থানীয় জামায়াত নেতা জহির উদ্দিন, বাহাদুর, নাজিমুল ইসলাম, ইয়াকুব, নুরুল ইসলাম, মোজাহিদ, শওকত, মোরশেদ, সবুজ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ