আজ : বুধবার ║ ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণ করলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন। আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের নির্বাচন পরিচালক ও হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলি থানা আমীর নুরুল আলম, এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট শামসুল আলমসহ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীক অতীতের মতো এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম-১০ আসনের ভোটাররা ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের পক্ষে রায় দেবেন।

প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রতীক গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালাবেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হলো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ