
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দাতব্য চিকিৎসালয়। আজ ৯ জানুয়ারি বাদ জুম্মা আকবর শাহ থানাধীন ঈগল ষ্টার রোডে এই দাতব্য চিকিৎসালয় উদ্বোধন হয়েছে। ফলক উন্মোচন করে ও মোনাজাতের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম। এ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। অনুষ্ঠানে আলোচনা করেন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সমাজ সেবক নেছার আহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক ডাক্তার মেজবাহউদ্দিন তুহিন, সমাজসেবক আব্দুল মাবুদ, ডাক্তার সোহেলা আক্তার, সমাজসেবক নওশাদ আলী, মাওলানা জিয়াউল হক ও মাওলানা মোঃ ইমরান সহ অন্যরা। বেগম খালেদা জিয়া দাতব্য চিকিৎসালয় উদ্বোধন কালে সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম বলেন, মানবতার সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। গরিব ও দোস্তদের সেবার জন্য দাতব্য চিকিৎসালয় চালু করা হলো। তিনি বলেন, সপ্তাহে ছয় দিন রোগী দেখা হবে। বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধপত্র সরবরাহ করা হবে। সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমরা এ যাবত ১১৭টি প্রতিষ্ঠান এর মাধ্যমে মানবসেবা চালিয়ে যাচ্ছি ।
আমাদের প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয় কলেজ, কলেজ, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মাদ্রাসা, এতিমখানা হেফজখানা, মসজিদ, দাতব্য চিকিৎসালয় সহ বহুবিধ সেবা ধর্মী প্রতিষ্ঠান রয়েছে। তিনি সকলকে এ সকল সেবা ধর্মী কাজে সহযোগিতার আহ্বান জানান। মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রায় শতাধিক রোগের চিকিৎসা দেওয়া হয়। এ দাতব্য চিকিৎসালয়ে আগত রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা ৫০% কমিশন দিয়ে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার সহযোগিতা করবে।










