আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রজব, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নামে ২ মামলা

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের তিন জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে। এর মধ্যে আটক ২ জনের বিরুদ্ধে একটি এবং আটক অপর এক নারীর বিরুদ্ধে অপর মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সিরাজী বাদি হয়ে কক্সবাজার সদর থানায় এই মামলা ২টি দায়ের করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন।

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ বাদী হয়ে দায়ের করা মামলায় একটিতে আটক ফজলুল হক ও জেসমিন আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। একই আইনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সিরাজী বাদী হয়ে দায়ের করা মামলা অভিযুক্ত করা হয়েছে ফারহানা কামরুলকে।

এর মধ্যে ফজলুল হক কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার মো. আখতার হোসেনের ছেলে। জেসমিন আক্তার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকার হাবিনুল মান্নানের স্ত্রী।

শুক্রবার (০৯ জানুয়ারি) পরীক্ষা চলাকালীন দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে সরকারি গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিভাইসসহ এই দুই জনকে আটক করে।

অপর মামলায় অভিযুক্ত ফারহানা কামরুল চকরিয়া উপজেলার শাহারঘোনা এলাকার জামাল হোসেনের মেয়ে। তাকে শুক্রবার (০৯ জানুয়ারি) কক্সবাজার সিটি কলেজ থেকে ডিভাইসসহ আটক করে।

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, এই ৩ জনকে সংশ্লিষ্ট মামলায় শনিবার (১০ জানুয়ারি) বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ