আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রজব, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাহনগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা নাছিরও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ ভর্তি করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ