আজ : শনিবার ║ ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রজব, ১৪৪৭ হিজরি

একদিকে অস্ত্র উদ্ধার হচ্ছে, অন্যদিকে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে : গিয়াস কাদের চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: অস্ত্র পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, একদিকে অস্ত্র উদ্ধার হচ্ছে, অন্যদিকে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে। এটা রাজনীতিবিদদের হাতে নিয়ন্ত্রণের বিষয় নয়। হত্যাকাণ্ড ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সীমান্ত পার হয়ে যাওয়ার ঘটনাও দেখা যাচ্ছে। সীমান্তের ওপার থেকে অস্ত্র আসা এবং প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের অনুসারীদের সক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নগরের গুডস হিলের তাঁর পারিবারিক বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাউজানে সহিংসতার দায় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ও বিকৃত তথ্য বিভ্রান্তি তৈরি করছে।

সম্প্রতি রাউজানে যুবদলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি বলেন, ওই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসার জন্য তাঁকে সহায়তা করা হয়েছিল।

তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু ফ্যাসিবাদের সন্ত্রাসীদের দায় নয়, প্রশাসনের ভেতরেও তাদের অনুসারীরা ঘাপটি মেরে আছে।
ফ্যাসিস্টদের হাতে প্রচুর টাকা আছে, বিভিন্ন জায়গায় সেই টাকারই অপব্যবহার হচ্ছে জানিয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বাংলাদেশ খুবই ছোট দেশ-সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে। এখানে কে কোথায় কী করছে, তা সবার কানেই পৌঁছে যায়।

এই আসনে তাঁকেসহ বিএনপি দুজনকে মনোনয়ন দিয়েছে। বিকল্প মনোনয়নের বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এ প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং দল যাকে মনোনয়ন দেবে, তিনি তার পক্ষেই কাজ করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ