আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে রজব, ১৪৪৭ হিজরি

রোজার ঈদে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘দুর্বার’

দেশচিন্তা ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন থ্রিলার ঘরানার সিনেমা ‘দুর্বার’ নিয়ে। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে নির্মাতা এই ঘোষণা দেন। গত ডিসেম্বরে শুরু হওয়া এই সিনেমার শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। থ্রিলার ও রহস্যে ঘেরা এই গল্পে অপু বিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল।

প্রকাশিত নতুন পোস্টারটিতে অপু বিশ্বাসকে বেশ রহস্যময় রূপে দেখা গেছে। পোস্টারে দেখা যায়, তার চেহারায় রক্ত লেগে আছে এবং মুখে এক ধরনের রহস্যভরা হাসি নিয়ে দুই হাত প্রসারিত করে নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন তিনি।

তার এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর লেখনীতে নির্মিত ‘দুর্বার’ সিনেমায় অপু ও সজল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জান্নাতুল নূর ও সানজু জন।

সিনেমাটির প্রযোজনা ও নির্মাণ সংশ্লিষ্টরা মনে করছেন, বড় উৎসবের আবহে থ্রিলারধর্মী এই কাজ দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেবে। বিশেষ করে দীর্ঘদিন পর অপুর প্রত্যাবর্তন এবং সজলের সঙ্গে তার নতুন রসায়ন সিনেমাটির মূল আকর্ষণ হিসেবে ধরা দিচ্ছে।

এখন পর্যন্ত সিনেমাটির নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং রোজার ঈদের আগেই সব ধরনের কারিগরি কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ