আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার, স্ট্যাটাস হবে আরও ক্রিয়েটিভ

দেশচিন্তা ডেস্ক: আজকাল ছবি এডিট করা আর তেমন বড় কোনো ব্যাপার নয়। আগে যেখানে পেশাদার এডিটরদের অনেক সময় দিতে হত, এখন সেখানে এআই-এর মাধ্যমে এক ক্লিকে ছবির রূপ বদলে ফেলা যায়। রঙিন ছবিকে সাদা-কালো করা থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সবই এখন সম্ভব। আর এবার সেই সুবিধাই আসছে হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন এআই-ভিত্তিক ফটো এডিটিং ফিচার পরীক্ষা করছে। এই ফিচারের সাহায্যে স্ট্যাটাস দেওয়ার সময়ই ছবি এডিট করা যাবে, আলাদা কোনো অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না। প্রথমে এটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে পরীক্ষা করা হয় এবং এখন ধীরে ধীরে আইওএস বিটা ব্যবহারকারীদের মাঝেও পৌঁছাতে শুরু করেছে।

কিছু আইফোন ব্যবহারকারী স্ট্যাটাস তৈরির সময় নতুন একটি এডিটিং স্ক্রিন পাচ্ছেন, যেখানে রয়েছে বিল্ট-ইন ফিল্টার এবং এআই টুল। ফলে ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপে বসেই ছবি সম্পাদনা করতে পারবেন।

মেটা এআই-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি নতুন এআই স্টাইলও পরীক্ষা করছে। যেমন-অ্যানিমে, কমিক বুক, ক্লে, পেইন্টিং, থ্রিডি, কাওয়াই এবং ভিডিও গেম স্টাইল। এগুলো শুধু সাধারণ ফিল্টার নয়; বরং এআই পুরো ছবিটিকেই নতুন স্টাইলে তৈরি করে দেয়। ব্যবহারকারীরা চাইলে একই স্টাইলে আবার নতুন ছবি জেনারেটও করতে পারবেন।

এই এআই টুলের মাধ্যমে শুধু স্টাইল পরিবর্তনই নয়, ছবির অবাঞ্ছিত অংশ সরানো, নতুন উপাদান যোগ করা, দৃশ্য পরিবর্তন করা কিংবা স্ট্যাটিক ছবিকে ছোট অ্যানিমেশনে রূপান্তর করা এসব সুবিধাও পাওয়া যাবে। ফলে ফলাফল দেখতে অনেকটাই পেশাদার মানের লাগে।

বর্তমানে এই ফিচারটি সীমিত সংখ্যক বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল ও ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। সব মিলিয়ে বলা যায়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখন শুধু আপডেট দেওয়ার জায়গা নয় বরং হয়ে উঠছে এক মিনি ক্রিয়েটিভ স্টুডিও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ