
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার শহরের লাবণী বিচ সংলগ্ন এলাকায় রোববার (৪ জানুয়ারি) মধ্যরাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে ২৭০ বস্তা সিমেন্ট ও ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
তিনি আরও জানান, এসব মালামাল অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’









