আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ

দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশসহ ৩৮টি দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ তালিকায় মোট ৩৮টি দেশ ছিল।

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে এ নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর জারি করা পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে। বন্ড ভিসাধারীরা নির্ধারিত তিনটি বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন।

এগুলো হল— বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে.গভ (Pay.gov)–এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে।
এ নীতি পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচির আওতায় গত আগস্টে প্রথম চালু করা হয়। তখন কয়েকটি দেশকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল।

তালিকায় থাকা দেশগুলো হলো—
আলজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬)
অ্যাঙ্গোলা (২১ জানুয়ারি ২০২৬)
অ্যান্টিগুয়া ও বারবুডা (২১ জানুয়ারি ২০২৬)
বাংলাদেশ (২১ জানুয়ারি ২০২৬)
বেনিন (২১ জানুয়ারি ২০২৬)
ভুটান (১ জানুয়ারি ২০২৬)
বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬)
বুরুন্ডি (২১ জানুয়ারি ২০২৬)
কাবো ভার্দে (২১ জানুয়ারি ২০২৬)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬)
কোট দিভোয়ার (২১ জানুয়ারি ২০২৬)
কিউবা (২১ জানুয়ারি ২০২৬)
জিবুতি (২১ জানুয়ারি ২০২৬)
ডোমিনিকা (২১ জানুয়ারি ২০২৬)
ফিজি (২১ জানুয়ারি ২০২৬)
গ্যাবন (২১ জানুয়ারি ২০২৬)
গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫)
গিনি (১ জানুয়ারি ২০২৬)
গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬)
কিরগিজস্তান (২১ জানুয়ারি ২০২৬)
মালাউই (২০ আগস্ট ২০২৫)
মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫)
নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬)
নেপাল (২১ জানুয়ারি ২০২৬)
নাইজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬)
সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর ২০২৫)
সেনেগাল (২১ জানুয়ারি ২০২৬)
তাজিকিস্তান (২১ জানুয়ারি ২০২৬)
তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫)
টোগো (২১ জানুয়ারি ২০২৬)
টোঙ্গা (২১ জানুয়ারি ২০২৬)
তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬)
টুভালু (২১ জানুয়ারি ২০২৬)
উগান্ডা (২১ জানুয়ারি ২০২৬)
ভানুয়াতু (২১ জানুয়ারি ২০২৬)
ভেনেজুয়েলা (২১ জানুয়ারি ২০২৬)
জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫)
জিম্বাবুয়ে (২১ জানুয়ারি ২০২৬)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ