
দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইন্দং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘মাটিরাঙ্গা থানায় দায়ের করা ৬টি মামলার পাশাপাশি খাগড়াছড়ি সদর থানার আরও ৫টি মামলার আসামি তাজুল ইসলাম। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’









