
দেশচিন্তা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে ছিটকে পড়া লেস্টার সিটি সুবিধা করতে পারছে না ইএফএল চ্যাম্পিয়নশিপেও। প্রথম ২৪টি ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলের দশের ভেতরেও নেই হামজা চৌধুরীর দল।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ডার্বি কাউন্টির বিপক্ষে মাঠে নামার আগের দুই ম্যাচেই হেরেছিল লেস্টার সিটি। ডার্বি কাউন্টির বিপক্ষে শুরুর একাদশেই রাখা হয় বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীকে। আর ম্যাচটিতে ২-১ গোল ব্যবধানে জয় পেয়েছে তার দল।
লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোট ৫০ মিনিট মাঠে ছিলেন হামজা চৌধুরী। এরপর তার পরিবর্তে রিকার্ডো ডোমিঙ্গোসকে মাঠে নামান কোচ। অবশ্য হামজা মাঠ ত্যাগ করার আগেই প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠায় স্বাগতিকরা। অবশ্য হজমও করে একটি গোল।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে লেস্টার সিটিকে এগিয়ে নেন ববি ডে করডোভা। অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। তিন মিনিট পরেই সমতায় ফেরে ডার্বি কাউন্টি। আর বিরতিতে যাওয়ার আগে লেস্টারের হয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডান জেমস।
এরপর শেষ পর্যন্ত লিড ধরে রেখে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে হামজা দল।
এই জয়ের পরও পয়েন্ট টেবিলে সেরা দশে ঢুকতে পারেনি লেস্টার সিটি। ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে অবস্থান করছে দলটি। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে ডার্বি কাউন্টি। এদিকে সর্বোচ্চ ৫১ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান কোভেন্ট্রির।

















