আজ : শনিবার ║ ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই রজব, ১৪৪৭ হিজরি

জননেতা হেলালীর মনোনয়নপত্র সংগ্রহে নগরের পাঁচ আমীর

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে একযোগে কোর্টহিলে আসেন নগর জামায়াতের পাঁচ থানার আমীর।
২৭ ডিসেম্বর দুপুর ১২টায় তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব। তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা চট্টগ্রাম-১০ আসনের জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন নগর হালিশহর থানা জামায়াতের আমীর ও আসন পরিচালক ফখরে জাহান সিরাজী সবুজ, সহকারী আসন পরিচালক ও ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুখে আজম, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া এবং পাহাড়তলী থানা জামায়াতের আমীর ও আসন সচিব নুরুল আলম।
এ সময় তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই তাদের লক্ষ্য। নির্বাচনী আইন, আচরণবিধি ও সকল বিধিমালা যথাযথভাবে মেনে চলার বিষয়ে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ প্রক্রিয়ায় বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন বিশিষ্ট সাংবাদিক নেতা এবিএম ইমরান। উপস্থিত নেতৃবৃন্দ তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতারা আরও জানান, আগামী দিনগুলোতে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। মনোনয়ন ফরম সংগ্রহের এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ