আজ : শুক্রবার ║ ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই রজব, ১৪৪৭ হিজরি

‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ পরিষ্কার করছেন বিএনপির স্বেচ্ছাসেবীরা

দেশচিন্তা ডেস্ক: তারেক রহমানের সংবর্ধনাস্থল পরিষ্কার করতে ১৬টি গাড়ি ও ৩৫০ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করেছে বিএনপি। একইসঙ্গে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীও কাজ করছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনব্যাপী এয়ারপোর্টসহ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত পরিষ্কার করা হবে। কিছু গাছ ভেঙে যাওয়ায় আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দলটি।

এ উদ্যোগে অংশগ্রহণকারী সব নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে জানান, জনস্বার্থ বিবেচনায় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য-আবর্জনা অপসারণে আগামীকাল (শুক্রবার) সকাল থেকে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।

তিনি আরও লিখেন, এ উদ্যোগে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ। পাশাপাশি আজকের গণজোয়ারে দেশের প্রতিটি প্রান্ত থেকে কষ্ট করে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশের মাটিতে পা রেখেই নতুন বাংলাদেশের রূপরেখা ও স্বপ্নের কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দুপাশে অবস্থান নেন নেতাকর্মী ও সমর্থকরা। পথে পথে তাদের ভালোবাসায় সাড়া দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফলে কয়েক মিনিটের পথ হলেও সংবর্ধনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

লন্ডনের স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ