
দেশচিন্তা ডেস্ক: পাহাড়ে “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাঘাইছড়ি শাখা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায়সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবু মুছা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহ সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগন।
এর পর প্রধান অতিথি সাজেক জুনিয়র হাই স্কুলে ল্যাপটপ এবং ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা কলম বিতরণ করা হয়েছে। এছাড়াও বড়দিন উপলক্ষে সাজেক গির্জায় নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।











