আজ : সোমবার ║ ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা রজব, ১৪৪৭ হিজরি

‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’

দেশচিন্তা ডেস্ক: প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখন যা করছে তা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মনে হচ্ছে। আমার মনে হয় এসবের বিরুদ্ধে আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে অবস্থান নেওয়া উচিত।

তিনি বলেন, এমন ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে, এটা পুরোপুরি স্পষ্ট যে, এটা পরিকল্পিত হামলা। আমাদের সবাইকে মিলে সরকারকে বাধ্য করতে হবে, এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার করা। এছাড়া ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়েও তদন্ত করে দোষীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের নামে এমন ঘটনা কেউ ঘটালে আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। কোনো কিছুর মাধ্যমেই মিডিয়ার উপরে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এমন করবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ