আজ : শুক্রবার ║ ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রায় ১০০ বছর পর সৌদির মরুতে ফিরল উটপাখি

দেশচিন্তা ডেস্ক: সৌদি আরবের মরুভূমিতে প্রায় ১০০ বছর পর আবারও ফিরেছে উটপাখি। একসময় আরব উপত্যকায় উটপাখির ব্যাপক বিচরণ থাকলেও; ২০ শতকের শুরুতে পাখিটি হারিয়ে যায়। বিশেষ করে অতিরিক্ত শিকার ও বাসস্থানের জায়গা হারানোয় পাখিটি মিলিয়ে গেছে।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বার্তাসংস্থাটি বলেছে, প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল সংরক্ষণাগার কর্তৃপক্ষ মরুতে পাখিটি ফিরিয়ে এনেছে। তারা তাদের সংরক্ষণাগারে এনেছে বিপন্ন লাল গলার উটপাখি। আরব অঞ্চলে ছিল আরবীয় উটপাখি। কিন্তু এ জাতটি বিলুপ্ত হয়ে যাওয়ায় আনা হয়েছে লাল গলার পাখি।

আরবীয় উটপাখির সঙ্গে জিনগত মিল থাকায় এবং মরুতে বেঁচে থাকার সামর্থ থাকায় লাল গলার উটপাখি আনা হয়েছে।

সংরক্ষণাগারে প্রাথমিকভাবে পাঁচটি উটপাখিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরব অঞ্চলে আগে যেসব পশুপাখির বসবাস ছিল সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সৌদির এ সংরক্ষণাগার ২৩টি বিলুপ্ত প্রাণী ফেরানোর প্রকল্প হাতে নিয়েছে। এরমধ্যে উটপাখি ১২তম প্রাণী যেটিকে আবারও মরুতে আনা হলো।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ