আজ : বুধবার ║ ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

দেশচিন্তা ডেস্ক: পুলিশের পৃথক অভিযানে কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার মহেশখালীতে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জসিম উদ্দিন বিজয় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড় মহেশখালী ইউনিয়ন শাখার সহসভাপতি ফরিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যারা মহেশখালীর শান্ত পরিবেশকে ঘোলাটে করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ১৫ ডিসেম্বর রাতে বিজয় দিবসকে সামনে রেখে মহেশখালীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ঝটিকা মিছিল করে। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, রাত ১০টার দিকে নাশকতার মামলার আসামি হওয়ায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহামদ বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাশকতার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট মামলায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রতিটি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশন ফেজ-২-এর অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ