আজ : বুধবার ║ ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোপা দেল রে: তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

দেশচিন্তা ডেস্ক: কোপা দেল রে’র রাউন্ড অব ৩২ এর ম্যাচে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাজারার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচটি ২-০ গোলে জয় পেলেও গুয়াদালাজারার ডিফেন্স ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে হ্যান্সি ফ্লিকের দলের।

তৃতীয় স্তরের ক্লাব হওয়ায় ফ্লিক মূল একাদশের অনেককেই বিশ্রামে রেখে নতুন এক একাদশ সাজান। পুরো ম্যাচে বল পজিশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও গোলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটেও গোল পায়নি বার্সা। ম্যাচের ৭৬তম মিনিটে অবশেষে গুয়াদালাজারার ডেডলক ভাঙে বার্সেলোনা। ডি ইয়ংয়ের ক্রস থেকে হেড করে জাল খুঁজে নেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। এই জয়ে কোপা দেল রে’র পরের রাউন্ডে উঠলো বার্সেলোনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ