
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের ১নং গলি জামে মসজিদের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে টিন প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতা করেছে বাগমনিরাম ওয়ার্ড জামায়াত।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে মসজিদ সংলগ্ন এলাকায় চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ।
পরিদর্শনকালে তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর।
এর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী সবসময় ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজে পাশে থাকবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের সেক্রেটারী সাদুর রশিদ চৌধুরী, জামায়াত নেতা আমজাদ হোসেন, মোহাম্মদ তওসিফ সুলতান রাফি ও জানে আলমসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
স্থানীয় মুসল্লিরা মসজিদের সংস্কারে সহযোগিতার জন্য বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।










