আজ : মঙ্গলবার ║ ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চবি ও ইসলামী ব্যাংকের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্যাশলেস ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দেশচিন্তা ডেস্ক: আর্থিক লেনদেনে আধুনিকতা এবং ক্যাশলেস লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯.৩০টায় চবি উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত হয়েছে। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বিশেষায়িত, যুগোপযোগী কো-ব্র্যান্ডেড ক্যাশলেস ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড প্রদান করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এখন থেকে এই কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করে অত্যন্ত আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক উপায়ে তাদের সকল আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চাকসুর অনুরোধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফ্রিল্যান্সিং এবং অন্যান্য আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ ও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া, শিক্ষার্থীরা কোনো ইস্যুয়েন্স ফি ছাড়াই এই কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন এবং ইসলামী ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন- সেলফিন অ্যাপ, পিওএস/কিউআর পরিষেবা এবং বিস্তৃত এটিএম/সিআরএম নেটওয়ার্কে সহজে প্রবেশাধিকার পাবেন।

চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে চবির শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ইস্যু করা হবে। ভবিষ্যতে এই কার্ড পরিষেবা মাস্টারকার্ড, ভিসা, ইউপিআইসহ অন্যান্য বিশ্বখ্যাত কার্ড স্কিমগুলোর সাথেও সহযোগিতা করবে। প্রাতিষ্ঠানিক পেমেন্ট যেমন সকল ধরনের ফি ও বকেয়া পরিশোধের ক্ষেত্রেও কার্ডের একীকরণ নিশ্চিত করা হবে। এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে তিন (৩) বছরের জন্য কার্যকর থাকবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, চবি নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ইবিপি এবং চট্টগ্রাম উত্তর জোনের প্রধান জনাব শহিদুল্লাহ মজুমদার, হাটহাজারী শাখা ব্যবস্থাপক এভিপি জনাব মো. মোসলেহ উদ্দিন ও হাটহাজারী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. আইনুল কবির।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ