আজ : শুক্রবার ║ ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা

দেশচিন্তা ডেস্ক: বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার। আজ রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮:১৫ মিনিটে সিভাসু পরিবারের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ফেরদৌসী আকতার। এসময় ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শামছুল মোর্শেদ, পরিচালক (শারীরিক শিক্ষা) মো: মজিবুর রহমান, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আব্দুল আহাদসহ বিশবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের পর সিভাসু অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং এতিমদের আপ্যায়ন।

এ ছাড়া, যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে সিভাসু কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও সশস্ত্র সালাম, আলোচনাসভা, শিক্ষার্থীদের জন্য প্রীতি ক্রিকেট/ভলিবল ম্যাচ আয়োজন এবং আলোকসজ্জা।

সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠেয় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ