আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘পুরষ্কার শুভকর্মে দায়িত্ববোধ বৃদ্ধি ও নিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকে’

১৯৯০ সালে প্রবর্তিত মর্যাদাপূর্ণ বাংলাদেশ বৌদ্ধ একাডেমি পুরস্কারে এবার ২০২৪ সালে ভূষিত হয়েছেন প্রত্নতত্ত্ববিদ, অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, ঔপন্যাসিক অধ্যাপক ড. হরিশংকর জলদাস, লেখক-গবেষক প্রকৌশলী জ্যোতি বিকাশ বড়ুয়া। ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ বৌদ্ধ একাডেমির পরিচালক অধ্যাপক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট জিকো বড়ুয়া। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত গুণীজনদের পাশাপাশি আলোচনায় অংশ নেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম-এর সভাপতি অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব পৃথ্বীশ বড়ুয়া শুভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী রঞ্জন বড়ুয়া ও কবি অরূপ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রকল্প বাংলাদেশ বৌদ্ধ একাডেমি জ্ঞানচর্চা ও জ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করে নবতর জ্ঞান সৃজনে অবদান রেখে চলেছে নিরন্তর। এতে করে নিঃসন্দেহে শুভকর্মে প্রজন্মের দায়িত্ববোধ বৃদ্ধি পাবে ও জ্ঞানচর্চায় আগ্রহী হয়ে উঠবে। অনুষ্ঠানে রক্তকরবী এবং ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ