আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

দেশচিন্তা ডেস্ক: নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে রাঙ্গামাটির কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।

সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, কাউখালী উপজেলা ছাত্রলীগের উপ–তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ এবং ঘাগড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সাগর। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজন কলমপতি ইউনিয়ন, দুজন ঘাগড়া ইউনিয়ন এবং একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান সোহাগ জানান, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আসামিরা উপজেলায় নাশকতা ও সহিংসতার প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ