
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামে ভোররাতে ভূমি অফিসের সাইনবোর্ড ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হাটহাজারীর কাটিরহাট এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়েও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোররাতে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।
পুলিশ জানায়, ভোর চারটার দিকে কাটিরহাট এলাকায় দুর্বৃত্তরা সড়ক ও রেললাইনের ওপর গাছের গুঁড়ি ও টায়ার ফেলে আগুন ধরিয়ে রেখে পালিয়ে যায়। রেললাইনের পাশে একটি স-মিলে থাকা কাঠের গুঁড়ি ব্যবহার করে চট্টগ্রাম–নাজিরহাট রেললাইনের ওপর আগুন লাগানো হয়। একই সময়ে রেললাইনের কাছাকাছি চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কেও টায়ার জ্বালানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং সড়ক ও রেললাইন থেকে জ্বালানি উপকরণ সরিয়ে নেয়। এ ছাড়া নগরের সার্সন রোডের মুখে বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, সার্সন রোডের মুখে ভূমি অফিসের সাইনবোর্ডে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সাইনবোর্ড আগুনে পুড়লেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।











