আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ

দেশচিন্তা ডেস্ক: ভারী বৃষ্টিপাতের পর ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, বৃহস্পতিবার মধ্য জাভার সিলাক্যাপ শহরে ভূমিধসের ফলে সিবেউনিং গ্রামের বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এর আগে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা আরও তিনটি মৃতদেহ খুঁজে পেয়েছি। আর মাত্র ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বুদি আরও বলেন, উদ্ধারকারীদের জন্য স্থানটি বেশ চ্যালেঞ্জিং। ক্ষতিগ্ররা ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা বলছে, সেপ্টেম্বরে বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং এটি এপ্রিল পর্যন্ত চলবে। এর ফলে অনেক এলাকায় বন্যা এবং চরম বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে মধ্য জাভার আরেকটি শহর পেকালোঙ্গানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ