আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পলিথিন বর্জনে নাগরিক সচেতনতা জরুরি : পরিবেশ উপদেষ্টা

দেশচিন্তা ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন বর্জন করার জন্য নাগরিকদের সচেতনতা প্রয়োজন। সাধারণ মানুষ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকলে শরীর স্বাস্থ্য ভালো রেখে আমরা বাঁচতে পারব।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঢাকা মহানগরী ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলার ৪৪টি খাসপুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হবে। পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য সমাজে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সকল শ্রেণির মানুষ এগিয়ে এলেই আমরা পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং ঢাকা বিভাগীয় কমিশনার সড়ফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ