আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় অন্তর্বর্তী সরকার: আমীর খসরু

দেশচিন্তা ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ অভিযোগ করেন।

আমীর খসরু বলেন, ‘যাদের বলার কথা নয়, তারাও কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো। এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারা সেই কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে। শেখ হাসিনা সংবিধান, আইন মানত না। এখনও কোনো কোনো রাজনৈতিক দল সংবিধান, আইন মানতে চায় না।’

তিনি জোর দিয়ে বলেন, ‘কেউ কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করবেন না। যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না।’

আমীর খসরু স্পষ্ট করে দেন যে বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে।’

তিনি বর্তমান পরিস্থিতিকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশকে মুক্ত করতে সবাইকে বাঁচতে হবে। হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাঁচিয়ে আনতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি, চাকরি দেবে জনগণ। সিদ্ধান্ত জনগণের কাছে।’ তিনি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের ফলাফল না পাওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।’

বিএনপি ক্ষমতায় এলে কী করবে, সেই পরিকল্পনাও তুলে ধরেন আমীর খসরু। তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে বিএনপি স্বাস্থ্য, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেবে। শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করবে।’

তিনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভবিষ্যতে ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে বাংলাদেশ।’ একইসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে।

কঠিন সময়ে দলের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে তারেক রহমান বিএনপিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। এর সঙ্গে তৃণমূলের বিএনপির কর্মীদের এগিয়ে আসতে হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ