আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিনিয়োগ শিক্ষা দিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বিআইসিএমের চুক্তি

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এনএসইউর নিজস্ব ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।

মঙ্গলবার ((১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইসিএম।

চুক্তি অনুযায়ী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এছাড়া স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সাহায্য এবং এ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে সহযোগিতা করবে বিআইসিএম।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস-এর ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক (ভর্তি কার্যক্রম) ড. নূরুল কবির, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ জে মোহাইমেন, সহকারী অধ্যাপক ও পরিচালক (এক্সটারনাল এফেয়ারর্স) সিনথিয়া ম্যাককিনি এবং বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তারসহ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ