
দেশচিন্তা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশ্বাসে অনশন ভেঙে ফেললেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এ অনশন ভাঙান।
তারেককে এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিস এর মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।
এরপর তাকে নির্বাচন ভবনের সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে সমর্থকরা নিয়ে যান।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ অনশন ভেঙে নিবন্ধন আবেদন পুনর্বিবেচনার জন্য তারেক রহমানকে আপিল করার পরামর্শ দেন। তিনি বলেন, ইসি সচিব বরাবর আপিল করতে হবে। এরপর তা বিবেচনা করবে কমিশন।
গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন দু’টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে তারেকের আমজনতার দল নিবন্ধন দৌড়ে ছিটকে পড়ে। এরপর বিকেল ৪টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনে বসে যান।












