আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেকনাফে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউনুস মেম্বারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো. ইউনুস সাবরাং চান্দলী পাড়ার হাছন আলীর ছেলে এবং সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা হাইওয়ে সড়ক সংলগ্ন রঙিখালি ব্রিজের পাশে নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হ্নীলার বাসিন্দা আলী হোসেন জানান, বুধবার (৫ নভেম্বর) সকালে লেদা বাজার যাওয়ার পথে রঙিখালি ব্রিজে শতশত মানুষের ভিড় দেখা যায়। পরে তিনি দেখেন, একটি মরদেহ ব্রিজের পূর্ব পাশে নিচে পড়ে রয়েছে। স্থানীয়দের ধারণা, মরদেহটি সাবরাং ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস মেম্বারের।

সাবরাংয়ের বাসিন্দা লিয়াকত আলী বলেন, মো. ইউনুস মেম্বার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে ছিলেন। এ ঘটনাটি শুনে মেনে নিতে কষ্ট হচ্ছে। তার বাড়ি সাবরাংয়ের চান্দলী পাড়ায় হলেও মরদেহ হ্নীলা ইউনিয়নের রঙিখালিতে পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

তিনি আরও জানান, ইউনুস মেম্বার টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক ও সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, বুধবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে মো. ইউনুস মেম্বারের মরদেহ রঙিখালি ব্রিজের পূর্ব পাশ থেকে পুলিশ উদ্ধার করেন। উদ্ধারের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ