আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক কাস্টমস কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে দুদকের মামলা

দেশচিন্তা ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাস্টমসের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার আহসান হাবিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সায়েদ আলম।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।

এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ১২ নভেম্বর আহসান হাবিবকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ ডিসেম্বর, তিনি কমিশনে বিবরণী জমা দেন। তাতে তিনি মোট ৯ লাখ ২৯ হাজার ৬১২ টাকার স্থাবর সম্পদ এবং ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেন। কিন্তু দুদকের যাচাইয়ে দেখা যায়, তাঁর নামে ও দখলে মোট ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৩৯৬ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে সঞ্চয়পত্র, ব্যাংক জমা ও নগদ অর্থসহ ১ কোটি ৪০ লাখ টাকার বেশি সম্পদের তথ্য তিনি গোপন করেছেন।

তদন্তে জানা যায়, সম্পদ বিবরণী দাখিলের পর আহসান হাবিবের নামে ১ কোটি টাকার সঞ্চয়পত্র, সোনালী ব্যাংকে ৩৩ লাখ টাকার এফডিআর, ৫ লাখ ৭২ হাজার টাকার মেডিকেয়ার ডিপোজিট স্কিম এবং তাঁর মেয়ের নামে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে।

দুদকের হিসাবে আহসান হাবিবের বৈধ আয় পাওয়া গেছে ৯০ লাখ ৭৮ হাজার ৯৮৫ টাকা। সেই হিসাবে তাঁর ৫৯ লাখ টাকার বেশি সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

আহসান হাবিব ১৯৮০ সালে কাস্টমসে ইনস্পেক্টর হিসেবে যোগ দেন। ২০১২ সালে সহকারী কমিশনার পদে পদোন্নতি পান এবং ২০১৪ সালের ৬ জুলাই অবসর নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ