আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেকনাফে রোহিঙ্গাসহ ৩ মাদক কারবারি আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা এবং অপর দু’জন মিয়ানমারের নাগরিক।

মঙ্গলনার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার ধুমপ্রাংবিল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি জায়েদ নূর।

আটক আব্দুর রজ্জাক (৩৫),সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার বাসিন্দা, অপর দু’জন যথাক্রমে নুর কবির (১৯) ও এরশাদ (২৬), তারা মিয়ানমারের মংডুর নেমেচের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ফরেনার এক্টে মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ