আজ : মঙ্গলবার ║ ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতির অনুমোদন পেল বেরোবি ছাত্র সংসদ

দেশচিন্তা ডেস্ক: বহুল প্রতীক্ষিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ আইন রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের মাধ্যমে এই আইনের অনুমোদন দেওয়া হয়। আগামীকাল এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক।

তিনি বলেন, আজ বিকেলে রাষ্ট্রপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন অনুমোদন করেছেন। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এখন আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে কোনো বাধা নেই।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ না থাকায় এর আগে শিক্ষার্থীরা একাধিকবার ছাত্র সংসদ নির্বাচন, আইন প্রণয়ন ও রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন করেছে।

রাষ্ট্রপতির অনুমোদনের খবরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এর মাধ্যমে বেরোবিতে গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ