 
     দেশচিন্তা ডেস্ক: বহুল প্রতীক্ষিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ আইন রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে।
দেশচিন্তা ডেস্ক: বহুল প্রতীক্ষিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ আইন রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে। 
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের মাধ্যমে এই আইনের অনুমোদন দেওয়া হয়। আগামীকাল এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক।
তিনি বলেন, আজ বিকেলে রাষ্ট্রপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন অনুমোদন করেছেন। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এখন আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে কোনো বাধা নেই।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ না থাকায় এর আগে শিক্ষার্থীরা একাধিকবার ছাত্র সংসদ নির্বাচন, আইন প্রণয়ন ও রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন করেছে।
রাষ্ট্রপতির অনুমোদনের খবরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এর মাধ্যমে বেরোবিতে গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.