আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-১৪ বিপুল সম্ভাবনার ময়দান, দাঁড়িপাল্লার বিজয় হবে, ইনশাআল্লাহ — আনোয়ারুল আলম চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, দেশব্যাপী গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনে এ গণজোয়ারকে বেগবান করতে হবে। চট্টগ্রাম-১৪ সম্ভাবনাময় আসন। একদিকে সাতকানিয়ার গণভিত্তি এলাকা। অন্যদিকে চন্দনাইশ উপজেলা স্বয়ং প্রার্থীর ৩০ বছর ধরে সেবা দেয়া জনসম্পৃক্ত এলাকা। বিপুল সম্ভাবনার ময়দান, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। এলক্ষ্যে নিয়মিত গণসংযোগ করতে হবে। প্রার্থী সহ দায়িত্বশীলগণ বাড়ি বাড়ি গিয়ে সকল ভোটারের কাছে পৌঁছাতে হবে। ভোটারদের মাঝে ক্যাম্পেইন করে জামায়াতের দাবীগুলোর ব্যাপারে সচেতন করতে হবে।

২৬ অক্টোবর (রবিবার) রাত ৮.০০ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম-১৪ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন কমিটির সহকারী পরিচালক ও উত্তর সাতকানিয়া থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আসন কমিটির সচিব ও চন্দনাইশ উপজেলার আমীর মাওলানা কুতুব উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, উক্ত আসনের মনোনীত প্রার্থী ডাঃ শাহাদৎ হোছাইন, জেলা শুরা সদস্য মাওলানা আইয়ুব আলী, কেরানীহাট শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দীন, চন্দনাইশ উপজেলার সেক্রেটারি আহসান সাদেক পারভেজ, উত্তর সাতকানিয়া থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, শ্রমিক কল্যাণের জেলা অফিস সম্পাদক আ.ন.ম শোয়াইব, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, দক্ষিণ জেলা শিবিরের অর্থ সম্পাদক মোকাম্মেল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আরও বলেন, জামায়াতের পাঁচ দফা দাবী আদায়ে আমাদের সোচ্চার হতে হবে। গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এ দাবি আদায়ের জন্য গণসংযোগ অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে ভূমিকা রাখতে হবে। সব দলের ঐক্যমতের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনগণ নতুন স্বৈরাচারের পদভারে পিষ্ট হবে। অতীতের বড় দলকে খুশি রাখতে গিয়ে জনগণের কথা ভুলে গেলে চলবে না। অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন করুন। দেশের জনগণ ও জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে যেনতেন নির্বাচন দিয়ে নতুন স্বৈরাচার সৃষ্টি করবেন না। হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে। তাই জুলাই শহীদদের রক্তের বদলা নিতে জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার রয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আসনের সকল কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, প্রার্থীর সফর নিশ্চিত করতে হবে। নির্বাচন পর্যন্ত কঠোর পরিশ্রম করলে আল্লাহ আমাদের বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ