
দেশচিন্তা ডেস্ক: উপমহাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তী সুরসাধক মান্না দে’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ এর আয়োজনে মান্না দে এর গীত গান ও সুর করা গান নিয়ে এক স্মৃতিময় গানের জলসা বসবে আগামী ২৫ অক্টোবর,শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনন্টটিউট চট্টগ্রাম ( টি আইসি ) মিলনায়তনে |
গানগুলো পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ ও শিল্পী রাহিনাতুল জান্নাত কান্না |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন
অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে |
পড়েছেনঃ ২১












