
দেশচিন্তা ডেস্ক: চলতি বছরের আর মাত্র দুই মাসের বেশি সময় বাকি। ইতোমধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা অক্টোবরের শুরুতে একটানা ৪ দিনের ছুটি কাটিয়েছেন। এই ছুটিতে ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর ছিল বিজয়া দশমী উপলক্ষে একদিনের ছুটি এবং এরপর ৩ ও ৪ অক্টোবর ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরে আরও দুটি সাধারণ ছুটি বাকি আছে। তবে চলতি মাস (অক্টোবর)-এর বাকি সময়ে এবং নভেম্বরে আর কোনো ছুটি নেই। বছরের একেবারে শেষে রয়েছে এই দুটি ছুটি, যার মধ্যে একটি ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলে লম্বা বিরতির সুযোগ তৈরি হয়েছে।
চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)।
এই ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হচ্ছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।















