
দেশচিন্তা ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশ ও রাশিয়ার মধ্যে সামরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অবিরামভাবে এগিয়ে যাবে।
শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানায়।
কেসিএনএ জানায়, এক স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ বক্তব্য দেন কিম জং উন। এই স্মৃতিসৌধটি নির্মিত হচ্ছে সেই উত্তর কোরীয় সৈন্যদের সম্মানে, যারা রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে ইউক্রেনের আগ্রাসন প্রতিরোধে যুদ্ধ করেছে।
কিম বলেন, দীর্ঘ বছরের এই সামরিক ভ্রাতৃত্ব অবিরামভাবে এগিয়ে যাবে।
তিনি আরও যোগ করেন, আধিপত্য ও নির্যাতনের চ্যালেঞ্জ আমাদের সম্পর্ককে বাধাগ্রস্ত করতে পারবে না।
এটি ছিল উত্তর কোরিয়ার সৈন্যদের প্রতি সাম্প্রতিকতম প্রকাশ্য শ্রদ্ধা নিবেদন, যারা ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে।
এর আগে কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া রাশিয়াকে সেনা, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে তাদের পূর্ণাঙ্গ যুদ্ধ অভিযান সমর্থনের অংশ হিসেবে।
ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার অনুমান অনুযায়ী, রাশিয়ায় উত্তর কোরিয়া ১০ হাজারের বেশি সৈন্য পাঠিয়েছে, বিনিময়ে রাশিয়া থেকে অর্থনৈতিক ও সামরিক প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে।
এদিকে বৃহস্পতিবার পুতিন নতুন মার্কিন নিষেধাজ্ঞার পরও দৃঢ় অবস্থান বজায় রাখেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন পুতিনকে যুদ্ধ বন্ধে চাপ দিতে। সূত্র: রয়টার্স

















