আজ : বৃহস্পতিবার ║ ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেরীবাজার ব্যবসায়ী সমিতিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: আসন্ন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) উপলক্ষে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস.এম. নুরুল হক। তিনি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের উন্নয়নে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সবসময় কাজ করে যাবে।”

সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।

এসময় বক্তব্য রাখেন সম্মিলিত ব্যবসায়ী অ্যাসোসিয়েট গ্রুপের সদস্য মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস.এম. কামাল উদ্দিন এবং অর্ডিনারি গ্রুপের সদস্য আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), ইমাদ ইরশাদ, কাজী ইমরান এফ. রহমান, মোঃ আবছার হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আলমগীর, ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এস এস এস বাহাদুর, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মোঃ মামুনুর রশিদ (মামুন) ও মোহাম্মদ আবু ছালেক প্রমুখ।

সভায় সাধারণ সম্পাদক আবুল মনসুর ব্যবসায়ীদের চলমান ভোগান্তির বিষয় তুলে ধরে কর্ণফুলী ব্রিজের টোল বন্ধের দাবি জানান।

অনুষ্ঠানে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভ্যাট ও ট্যাক্সসহ ব্যবসাবান্ধব নীতি প্রণয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
শেষে ব্যবসায়ীরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রতি সমর্থন ও শুভকামনা জ্ঞাপন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ