
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডে অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে খুলশী থানার জাকির হোসেন রোডে ডায়াবেটিক হাসপাতালের সামনে অবস্থিত ফুটওভার ব্রিজের ওপরে অবৈধভাবে স্থাপিত সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, নগরীর সৌন্দর্য এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পড়েছেনঃ ১৭