আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ক‌ঠিন চিবর দান শান্তিপূর্ণ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

দেশচিন্তা ডেস্ক: রাঙামাটি পার্বত্য জেলার রাজবন বিহারে অনুষ্ঠিতব্য ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর ) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম।

সভায় রাজবন বিহারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন কমিটির নেতৃবৃন্দ উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সহযোগিতায় এই উৎসবকে আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তথ্য দিয়ে সহায়তা করলে আমরা একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে পারব।

তিনি ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন, যাতে রাঙামাটি পার্বত্য জেলার রাজবন বিহারে অনুষ্ঠিতব্য ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজবন বিহার উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ