আজ : সোমবার ║ ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

দেশচিন্তা ডেস্ক: বাড়িভাড়া মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর) সকালে থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণের সরকারি সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবি পুনর্ব্যক্ত করেন।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়লে শিক্ষক নেতারা সর্বাত্মক কর্মবিরতি ও আমরণ অনশনের ঘোষণা দেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে ফিরে এসে পুনরায় অবস্থান নেন। সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আজ সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। এখন আমরা প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছি।

এর আগে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে শহীদ মিনারে এসে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে ফিরে গিয়ে পাঠদান শুরু করেন, এটাই আমাদের অনুরোধ।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রথম দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে শহীদ মিনারেই চলছে তাদের ধারাবাহিক কর্মসূচি— লংমার্চ, ভুখা মিছিল, শাহবাগ অবরোধসহ নানা প্রতিবাদে টানা নবম দিন পার করছেন শিক্ষকরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ