আজ : সোমবার ║ ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রবাসীরা দেশ ও জনকল্যাণে ব্যাপক অবদান রাখছে

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, মানবতার সেবা মানেই হলো মানুষের উপকারে আসা, বিপদে পাশে দাঁড়ানো, দুঃখে সান্ত্বনা দেওয়া, এবং সমাজে শান্তি-সম্প্রীতি গড়ে তোলা। এটি শুধু একটি কাজ নয় বরং এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই বাঁশখালী উপজেলার সরলে প্রতিষ্ঠিত প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তারা তাদের কষ্টার্জিত অর্থের একটি অংশ মানব কল্যাণে ব্যায় করে যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। যারা এই ধরণের মহৎ কর্মকান্ড অব্যাহত রাখবে তারা সমাজে মাথার মুকট হয়ে থাকবে। গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের শপথ গ্রহণ, সংবর্ধনা ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলছিলেন। ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল আলম ও সহ-সভাপতি এইচ এম আবদুল গণীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উদ্বোধক ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট লায়ন নাছির উদ্দীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত উসমান, সাবেক চেয়ারম্যান মহসিন, যুবদল নেতা আহমদ ছগির, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুস ছবুর, যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম, মোহাম্মদ তৈয়ব, বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া হল হতে সমাজ সেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পূর্ণীমা রাধে, প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, মোজাম্বিক প্রবাসী প্রধান উপদেষ্টা জনাব ওমর কাজী, সৌদি আরব প্রবাসী প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গনি, উপদেষ্টা কুয়েত প্রবাসী মুহাম্মদ হোসাইন, মোজাম্বিক প্রবাসী উপদেষ্টা কামাল উদ্দীন, দুবাই প্রবাসী উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান, ওমান প্রবাসী উপদেষ্টা মাওলানা জোবাইরুল ইসলাম, সৌদিআরব প্রবাসী সভাপতি জনাব মাষ্টার আব্দুন নুর, মোজাম্বিক প্রবাসী সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ রকি। অনুষ্ঠান শেষে বয়নাকাটার দুটি অসহায় পরিবারকে ৪ বান করে ৮ বান টিন, জালিয়াঘাটা সড়ক দুর্ঘটনায় নিহত শহিদুল্লাহর স্ত্রীকে সেলাই মেশিন, জলদাশ পাড়ার একজনকে নগদ অর্থ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান এবং জালিয়াঘাটার মেয়ে পূর্ণিমা রাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার পদে বিজয়ী হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গণি। সভা শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ