
দেশচিন্তা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী মিলিয়ে মোট ২০০০ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
‘Be A Life Savior : First Aid Bootcamp’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI)।
প্রশিক্ষণ কর্মসূচিটি ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হলে, ২৬ অক্টোবর রোকেয়া হলে, ২৮ অক্টোবর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে, ২৯ অক্টোবর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে, ৩০ অক্টোবর জগন্নাথ হল ও শামসুন নাহার হলে, ২ নভেম্বর মাস্টারদা সূর্যসেন হলে, ৩ নভেম্বর কবি জসীম উদ্দীন হল ও স্যার এ. এফ. রহমান হলে, ৪ নভেম্বর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও শেখ মুজিবুর রহমান হলে, ৫ নভেম্বর কবি সুফিয়া কামাল হলে, ৬ নভেম্বর হাজী মুহম্মদ মহসিন হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে, ৮ নভেম্বর অমর একুশে হল ও বিজয় একাত্তর হলে, ৯ নভেম্বর অনাবাসিক শিক্ষার্থীদের (গ্রুপ ১ ও গ্রুপ ২) জন্য এবং সর্বশেষ ১০ নভেম্বর স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।