আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের মৃত্যুতে উপাচার্যের শোক

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, সকাল ৯:১৫টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪০ বছর।
তাঁর আকস্মিক মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির গভীর শোক প্রকাশ করেছেন। আরও শোক প্রকাশ করেছেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন অধ্যাপক মো. মোরশেদ মাহমুদ খান, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক এম. মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, কলা অনুষদের সহকারী ডিন জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং বিভাগীয় চেয়ারম্যান ও কোঅর্ডিনেটরবৃন্দসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ