
দেশচিন্তা ডেস্ক: কলম্বিয়াকে হারিয়ে ফিফা যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মরোক্কো।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টাইন যুবারা। ম্যাচের ৭২তম মিনিটে একমাত্র গোলটি করেন মাতেও সিলভেত্তি।
ম্যাচের ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার রেন্তেরিয়া আরিয়াস।
বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনা গোলরক্ষককেও। চার-চারটি সেভ দিয়ে গোলবার আগলে রাখেন সান্তিনো বারবি।
একই দিন টাইব্রেকাকে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে মরোক্কো। নির্ধারিত সময়ে তাদের খেলা ছিল ১-১ ড্র। অতিরিক্ত সময়ে গোল পায়নি কোনো দল।
বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৫টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরোক্কো।
পড়েছেনঃ ২৭