
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪ টিতে শিবির বিজয় অর্জন করেছে। শিবির প্যানেল থেকে পরাজিত হয়েছে মাত্র ২টি পদে। পরাজিত হয়েছে সহ খেলাধুলা সম্পাদক এবং এজিএস পদে। এজিএস পদে নির্বাচিত হয়ে ছাত্রদল মনোনীত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন চাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
ফলাফল ঘোষণার পর পুরো অডিটোরিয়াম আল্লাহু আকবর স্লোগানে প্রকম্পিত হয়। ফলাফল শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপস্থিত শিক্ষার্থীরা।
ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে ইব্রাহিম হোসেন রনি বলেন, এ বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা আমাদের যোগ্য মনে করে ভোট দিয়েছে। ইনশাআল্লাহ, আমরাও আমাদের ওয়াদা পালনে বদ্ধপরিকর থাকবো।
ফলাফল ঘোষণার সময় চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, তোমাদের উচ্ছ্বাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। তোমাদের সহযোগিতার কারণে আমরা এমন বিজয় উৎসব করতে পারছি। তোমাদের নিয়ে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখবে।